১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি জরুরি: তারেক রহমান

জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয়ে গণভোট আয়োজনের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১২ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আলু চাষিদের যে পরিমাণ ভর্তুকি প্রয়োজন, সেই অর্থ দিয়েই গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে। অথচ গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে, এসব বাস্তব সমস্যার কথা বলার মতো দেশে কেউ নেই।

তিনি আরও বলেন, গণভোট আয়োজনের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি। দেশের বাস্তব সমস্যার সমাধানে এখন প্রয়োজন কার্যকর উদ্যোগ, জনদুর্ভোগ বাড়ানো নয়।

নারী কর্মসংস্থান ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, কর্মঘণ্টা কমানোর নামে নারীদের চাকরিতে নিরুৎসাহিত করা হচ্ছে না তো? পোশাক কারখানায় যদি নারীরা ৮ ঘণ্টার বদলে ৫ ঘণ্টা কাজ করেন, তাহলে বাকি সময়ের মজুরি কে দেবে? এতে কি তাদের কাজের সুযোগ সংকুচিত হচ্ছে না?

তিনি বলেন, গণভোটের চেয়ে নারীদের চাকরি সংকোচনের আতঙ্ক দূর করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বেশি প্রয়োজন। দেশে এখন গণভোট নয়, প্রয়োজন কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের বাস্তব সমস্যার সমাধান।