বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে গভীর আবেগ ও ভালোবাসা তৈরি হয়েছে, তা বিএনপিকে আরো শক্তিশালী করবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। তিনি নীতির প্রশ্নে কখনো আপস করেননি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও কখনো আপস করেননি। তার পুরো জীবন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত। তিনি কারাবরণ করেছেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কিন্তু কখনো দেশ ছেড়ে চলে যাননি।”
তিনি বলেন, “দেশের প্রতি তার ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি ভালোবাসাই আজ দেশের মানুষকে আলোড়িত করেছে। দেশের এই ক্রান্তিলগ্নে, যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়া মানুষকে গভীরভাবে মর্মাহত করেছে।”
বিএনপি মহাসচিব আরো বলেন, “এই কারণেই আমরা দেখেছি, হাজার হাজার মানুষ তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেছে, তার মাগফিরাতের জন্য দোয়া করেছে, চোখের পানি ফেলেছে। মানুষ এই প্রত্যাশা নিয়ে ফিরে গেছে যে, বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠার যে দায়িত্ব তৈরি হয়েছে, সেই দায়িত্ব তারা পালন করবে।”