১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন।

রোববার (৩ নভেম্বর) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল এবং ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহু চিঠির মাধ্যমে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করেন। এর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, নেতানিয়াহুকে ক্ষমা করা উচিত।

নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে দায়ের হওয়া তিনটি পৃথক দুর্নীতি মামলা রয়েছে—যার মধ্যে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ অন্তর্ভুক্ত।

হার্জোগের কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট অবগত যে নেতানিয়াহুর পক্ষ থেকে একটি অনুরোধ এসেছে, যার গুরুত্ব অত্যন্ত বেশি। সব ধরনের মতামত সংগ্রহের পর বিষয়টি দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনা করা হবে।

এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্প হার্জোগকে একটি চিঠি পাঠিয়ে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানান। অক্টোবরের ইসরায়েল সফরেও তিনি একই আহ্বান ইসরায়েলি পার্লামেন্টে পুনর্ব্যক্ত করেছিলেন।