ধর্মীয় বক্তব্যে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে কোরআনের শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওয়াজের মাঠে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এতে রয়েছে সুন্দর ও জীবন্ত শিক্ষা।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীতে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে ঐক্যবদ্ধভাবে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করাই দলটির লক্ষ্য।
সম্প্রতি জামায়াতসমর্থিত বক্তা তারেক মনোয়ার এবং এমপি পদপ্রার্থী আমির হামজার বিতর্কিত বক্তব্যে দলটি বিব্রতকর অবস্থায় পড়ে। পরে জামায়াতে ইসলামী জানায়, তাদের বক্তব্য দলীয় অবস্থান নয়।
এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের প্রভাবশালী আলেমদের নিয়ে আয়োজিত সম্মেলনে ঐক্যের বার্তা দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয়, জাতির নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য।
তিনি উপস্থিত ওলামায়ে কেরামদের প্রতি বিনয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে সমাজ গঠনের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব।