১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এই মুহূর্তে বিএনপি ব্যতীত কারও সরকার চালানোর ক্ষমতা নেই: নুর

দেশের বর্তমান অভ্যন্তরীণ ও ভূ–রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো দলের সরকার পরিচালনার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এই মুহূর্তে বিএনপি ব্যতীত কারও সরকার চালানোর ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

নুর বলেন, ‘এই মুহূর্তে দেশের অভ্যন্তরীণ ও ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ব্যতীত কারোরই সরকার চালানোর ক্ষমতা নেই। তারেক রহমানের এটা বড় সুযোগ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নেওয়ার।’

নুর আরও বলেন, ‘বিএনপিকে শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রার্থীদের বসানোর উচিত বলে মনে করি।’ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিত্রদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে তারেক রহমানের সঙ্গে স্বাক্ষাৎ করেন ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান। ওই আসনে বিদ্রোহী প্রার্থী ও অন্যান্য সংকট নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান রাশেদ।