বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা প্রস্তাবনা দিয়েছে।
বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দলটির প্রতিনিধি দল এই প্রস্তাবগুলো উপস্থাপন করে।
বৈঠক শেষে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনকে ঘিরে ‘জুলাই সনদের আদেশ’ কার্যকর করা জরুরি। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হলে এটি বাস্তবায়ন সহজ হবে, তবে একই দিনে গণভোট হলে তা ‘অগ্রাহ্যযোগ্য’ হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, কমভোটে গণভোট হলে তা নিয়ে টালবাহানা হতে পারে, তাই জামায়াত কোনো পাতানো ফাঁদে পা দিতে চায় না।
জামায়াত প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সংশয় প্রকাশ করেছে এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
নির্বাচনী জোট প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, জোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রথমে নির্বাচনের মৌলিক বিষয়গুলোর সমাধান চাই। এরপরই আমরা জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেব।
তিনি জানান, আটটি সমমনা দলের সঙ্গে তাদের যে ঐক্য হয়েছে, সেটি কোনো রাজনৈতিক জোট নয়, বরং যুগপৎ আন্দোলনের অংশ।
জামায়াতের এই নেতা বলেন, আগামী নির্বাচনে সুন্দর পরিবেশ চায় জামায়াত। আমাদের দাবি আদায় না হলে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।