১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে গণবিক্ষোভে নিহত ২ হাজারের বেশি, সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি

ইরানে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার(১৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সহিংসতায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য—উভয় পক্ষই প্রাণ হারিয়েছে। তবে এই ব্যাপক হত্যাকাণ্ডের জন্য আন্দোলনকারীদের বদলে অজ্ঞাত ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে তেহরান। 

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বর্তমান শাসনব্যবস্থার জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। দেশটির বিধ্বস্ত অর্থনীতি ও আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামলেও সরকার একে বিদেশি উসকানি হিসেবে বর্ণনা করছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সংঘাতপূর্ণ এলাকাগুলোতে গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের অসংখ্য ভিডিওর সত্যতা পাওয়া গেছে। যা গত তিন বছরের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়।