১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতিহাসের প্রথম মসজিদে এক বছরে ২ কোটি ৬০ হাজার মুসল্লির আগমন

ইসলামের ইতিহাসে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত প্রথম মসজিদে (কুবা মসজিদে) ২০২৫ সালে ২ কোটি ৬০ লাখের বেশি দর্শনার্থী আগমন করেছে। এই বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি কুবা মসজিদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) মদিনায় হিজরতের সময় কুবা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

গত বছর কুবা মসজিদে আগত দর্শনার্থীরা এই পবিত্র স্থানে ইবাদতের মাধ্যমে গভীর আত্মিক প্রশান্তি লাভ করেন। দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে একটি সমন্বিত সেবাব্যবস্থার আওতায় মসজিদটির সার্বিক উন্নয়ন ও পরিচর্যা জোরদার করা হয়।

২০২৫ সালজুড়ে মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কুবা মসজিদে ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম পরিচালিত হয়। এর আওতায় ২ হাজার ৫০০ বর্গমিটার নতুন নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতা বাড়িয়ে ১৬০ টনের বেশি করা হয়েছে এবং মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য ১৫০টিরও বেশি বহিরাঙ্গণ ছাউনি স্থাপন করা হয়েছে।

এছাড়া মসজিদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন করে ১৬০টি স্পিকার স্থাপন করা হয়েছে এবং চত্বরজুড়ে ৩ হাজার বর্গমিটার এলাকায় কার্পেট বিছানো হয়েছে, যা মুসল্লিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করেছে।

সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভিশনের লক্ষ্য ঐতিহাসিক এই মসজিদে আগত সব দর্শনার্থীর ইবাদত ও পরিদর্শনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা।