ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃহস্পতিবার (২ অক্টোবর) একটি ইহুদি উপাসনালয়ের বাইরে গাড়ি তুলে দেওয়া ও ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন উপাসনালয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ঘটে। আহতদের মধ্যে কেউ গাড়ির ধাক্কা, কেউ ছুরিকাঘাতে আহত হয়েছেন।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, অভিযুক্ত এক ব্যক্তিকে সশস্ত্র পুলিশ গুলি করেছেন। তবে তার দেহে সন্দেহজনক বস্তু থাকার কারণে মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, হামলার পর দেশজুড়ে ইহুদি উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেছেন।
প্রধানমন্ত্রী হতাহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং জরুরি সেবা ও প্রথম সাড়া দানকারীদের ধন্যবাদ জানিয়েছেন।