১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন বদলে দেয় ইতিহাস : রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্দিষ্ট করেননি। রবিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদের এই নির্বাচনী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য শুভকামনা রইল। যারা সরকারের উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা পদত্যাগ করলেই সরকারের নিরপেক্ষতা আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও লেখেন, আমি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বরং পদত্যাগ আরও আগে করলে তার রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো।

উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে বহুবার আলোচনা-সমালোচনা হয়েছে। এ বিষয়ে রাশেদ খান বলেন, উপদেষ্টা হিসেবে সরকারের যাওয়ার কারণে আসিফ মাহমুদের অনেক সমালোচনা আছে। তবে তার সব দোষ আমি তাকে দিব না। বরং সরকারে থাকা সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের যথাযথ গাইডলাইন দিতে ও তাদের বিপ্লবী শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।

রাশেদ আরও বলেন, আসিফ মাহমুদের অনেক ভুল থাকতে পারে, কিন্তু তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক। তবে তার সাত শব্দের লাইনই ইতিহাস বদলে দিয়েছে — ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!’ ৬ আগস্টের লং মার্চ পরিবর্তন করে ৫ আগস্টে আনার পেছনের নায়ক ছিলেন আসিফ মাহমুদ।

শেষে তিনি আশা প্রকাশ করেন, আসিফ মাহমুদ ভবিষ্যতে তার ভুল শুধরে জনগণের সেবক হিসেবে সচেতনভাবে রাজনীতি করবেন।