আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া-৬ আসনে।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ আসনে প্রার্থী হবেন “মায়ের ডাক” সংগঠনের সানজিদা তুলি।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপি ও যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর মধ্যে আসন সমন্বয় করা হবে, যাতে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা না করে যৌথভাবে অংশ নেওয়া যায়।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের সামনে দাঁড়িয়েছি। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটবে বলেই আমরা আশাবাদী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।