১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আমাদের কারও সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি: নুর

গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর লিখেছেন, ‘আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনও বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারও সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।’

তিনি আরও লিখেছেন, ‘তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সঙ্গে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।’

শিগগিরই পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে উল্লেখ করে গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, দলের দায়িত্ব প্রাপ্তদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমান নির্ভর সংবাদ প্রচার বা প্রকাশ করা থেকে বিরত থাকুন।

স্ট্যাটাসের শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে বলেন, কোনো তথ্যের প্রয়োজনে আশাকরি এই দুইজনের সঙ্গে যোগাযোগ করবেন।