ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও ইরানের সাথে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
বুধবার আফগানিস্তানের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানান তিনি।
তিনি বলেন, ধর্মীয় আলেম ও পাকিস্তানি রাজনীতিকদের অংশগ্রহণে কারাচিতে ‘মজলিসে ইত্তেহাদে উম্মত’ শীর্ষক একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আফগানিস্তান ও ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলায় সম্মিলিত কৌশল প্রণয়নের বিষয়টিও আলোচ্যসূচিতে থাকবে।
মাওলানা ফজলুর রহমান বলেন, “আমরা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আরও ভালো সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে, তবে তা সমাধান করতেই হবে। যারা আমাদের বন্ধু, তাদের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করা উচিত। আর যেখানে অভিযোগ ও অসন্তোষ রয়েছে, সেখানে সেগুলোর সমাধানে কাঠামোগত পদক্ষেপ নিতে হবে।”
অন্যদিকে, জার্মানিতে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আব্দুল বাসিত বলেছেন, আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে পাকিস্তানকে কেবল আঞ্চলিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; এর বাইরে গিয়েও বিকল্প পথ খুঁজে বের করতে হবে।
তার মতে, উভয় পক্ষ যদি ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে, তাহলে দ্বিপক্ষীয় পর্যায়ে একাধিক বিকল্প পথ বিদ্যমান রয়েছে।