১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আগস্টে শিশু হোসাইনসহ ৯ জনকে খুন করে জুলাই সন্ত্রাসী এসআই সন্তোষ

২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থান পরিণত হলে ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। সে দিনই সিলেটের হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সন্তোষের নেতৃত্বে ৯ জন খুন হন।

জানা যায়, শেখ হাসিনা পালিয়ে গেলে হবিগঞ্জের বানিয়াচং শহীদ মিনার থেকে একটি বিজয় মিছিল থানার সামনে যায়। তখন এসআই সন্তোষের নেতৃত্বে মিছিলকারীদের ওপর গুলি ছোড়ে পুলিশ। এ সময় ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে।

কয়েক ঘণ্টার সে সংঘর্ষে ৯ জন নিহত হন। ঘটনাস্থলে মৃত্যুর মুখে ঢলে পড়ে শিশু হোসাইন মিয়া (১২), আশরাফুল (১৭), মোজাক্কির (৪০), নয়ন হোসেন (১৮), তোফাজ্জল হোসেন (১৮), সাদিকুর রহমান (৩০), সুহেল আখঞ্জি, মো. আনাছ মিয়া ও আকিনুর রহমান।

এ সময় ছাত্র-জনতার গণপিটুনিতে ঘটলাস্থলেই মারা যান বানিয়াচং থানার এসআই সন্তোষ।