১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

অপারেশন সিঁদুরের প্রথম দিনেই পাকিস্তানের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ভারতের কংগ্রেস নেতা

অপারেশন সিঁদুরের প্রথম দিনেই পাকিস্তানের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ভারতের কংগ্রেস নেতা

‘অপারেশন সিঁদুরের প্রথম দিনেই আমরা পুরোপুরি পরাজিত হই। ৭ তারিখে যে আধা ঘণ্টার আকাশযুদ্ধ হয়েছিল, তাতে আমরা সম্পূর্ণভাবে হেরে গিয়েছি— মানুষ তা মানুক বা না মানুক। এমন মন্তব্যই করেছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও দেশটির বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পৃথ্বীরাজ চৌহান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, পুনেতে এক সংবাদ সম্মেলনে পৃথ্বীরাজ চৌহান এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, পাকিস্তানের হাতে ভূপাতিত হওয়ার আশঙ্কায় ভারতীয় বিমান বাহিনী কার্যত পুরোপুরি গ্রাউন্ডেড হয়ে পড়েছিল।

পৃথ্বীরাজ চৌহান বলেন, ‘অপারেশন সিঁদুরের প্রথম দিনেই আমরা পুরোপুরি পরাজিত হই। ৭ তারিখে যে আধা ঘণ্টার আকাশযুদ্ধ হয়েছিল, তাতে আমরা সম্পূর্ণভাবে হেরে গিয়েছি— মানুষ তা মানুক বা না মানুক। ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। বিমান বাহিনী পুরোপুরি গ্রাউন্ডেড হয়ে পড়েছিল, একটি বিমানও উড়েনি। গোয়ালিয়র, বাথিন্ডা বা সিরসা থেকে যদি কোনও যুদ্ধবিমান উড়ত, তাহলে পাকিস্তানের হাতে ভূপাতিত হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। এ কারণেই ভারতীয় বিমান বাহিনীকে সম্পূর্ণভাবে মাটিতে বসিয়ে রাখা হয়েছিল।’

তিনি আরও বলেন, ভবিষ্যতের যুদ্ধ হবে মূলত আকাশে, তাই বিশাল স্থলবাহিনী রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা উচিত।

চৌহান বলেন, ‘সম্প্রতি অপারেশন সিঁদুরে আমরা দেখেছি, সেনাবাহিনী এক কিলোমিটারও অগ্রসর হয়নি। দুই-তিন দিনে যা ঘটেছে, তা ছিল পুরোপুরি আকাশযুদ্ধ ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ। ভবিষ্যতেও যুদ্ধ এভাবেই হবে। এমন পরিস্থিতিতে ১২ লাখ সেনার বিশাল বাহিনী রাখার আদৌ প্রয়োজন আছে কি না, নাকি তাদের অন্য কোনও কাজে লাগানো যায়— সে প্রশ্ন ওঠে।’