১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

অপপ্রচার না চালিয়ে পাকিস্তানকে নিজেদের সমস্যার দিকে মনোযোগ দিতে বললেন মাওলানা মুজাহিদ

অপপ্রচার না চালিয়ে পাকিস্তানকে নিজেদের সমস্যার দিকে মনোযোগ দিতে বললেন মাওলানা মুজাহিদ

সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আফগানিস্তান আঞ্চলিক সন্ত্রাসবাদের কেন্দ্র হয়ে উঠেছে এবং সেখানকার কিছু গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে যুক্ত রয়েছে।

এই বক্তব্যের তীব্র সমালোচনা ও প্রতিবাদ করে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধান মুখপাত্র মাওলান জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারে না গিয়ে পাকিস্তানের উচিত নিজের দেশের ভেতরের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া।

বুধবার (৭ জানুয়ারি) নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আফগানিস্তানের সরকারব্যবস্থা ও সামাজিক কাঠামো নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্রের এসব মন্তব্য বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। একই সঙ্গে এসব বক্তব্য একজন পেশাদার সামরিক বাহিনীর কাছ থেকে যে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত, তার সঙ্গেও সাংঘর্ষিক।

পাক সেনাবাহিনীর মুখপাত্রের ওই মন্তব্যকে উদ্দেশ্য করে মাওলানা মুজাহিদ বলেন, ইমারাতে ইসলামিয়া এসব দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানায়। তিনি সংশ্লিষ্ট পাকিস্তানি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান, যেন তারা সরকারি অবস্থানের বাইরে গিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার না চালায়। বরং নিজেদের দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেয়।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান একটি স্বাধীন ও স্থিতিশীল দেশ। সেখানে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং দেশটির নেতৃত্ব পুরো ভূখণ্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

পাকিস্তানি কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ বা হুমকিমূলক ভাষা ব্যবহার আফগান জাতির কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

সূত্র : পাজক আফগান নিউজ, আরটিএ, আরিয়ানা নিউজ