দেশের পোলট্রি খাত নিয়ন্ত্রণ করা করপোরেট সিন্ডিকেট ভাঙাসহ সাত দফা দাবি জানিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটির নেতারা জানিয়েছেন, সরকার এসব দাবি না মানলে আগামী ১ নভেম্বর থেকে ডিম-মুরগি উৎপাদন স্থগিত রাখা হবে।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএ সভাপতি সুমন হাওলাদার।
তিনি বলেন, প্রান্তিক খামারিরা প্রতিকূল অবস্থাতেও উৎপাদন চালিয়ে যাচ্ছেন। কিন্তু ফিডের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, করপোরেট সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ও সরকারের নজরদারির অভাবে পুরো খাত এখন গভীর সংকটে।
বিপিএর সাত দফা দাবি হলো—করপোরেট সিন্ডিকেট ভেঙে ফিড, মুরগির বাচ্চা ও ওষুধ-টিকার দাম সরকার নির্ধারণ করা, করপোরেট প্রভাবমুক্ত ও স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা, প্রান্তিক খামারিদের প্রতিনিধিদের নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করা, ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত নিরীক্ষা চালু করা, উৎপাদন খরচ অনুযায়ী ১০% লাভ যোগ করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করা, ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনা, সহজ শর্তে জামানতবিহীন ঋণ ও ভর্তুকি দেওয়া এবং দুর্নীতিগ্রস্ত ও করপোরেটপন্থি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া—এগুলো বাস্তবায়ন না হলে আগামী ১ নভেম্বর থেকে দেশের প্রান্তিক খামারিরা পর্যায়ক্রমে খামার বন্ধ ও ডিম-মুরগি উৎপাদন স্থগিত রাখার কর্মসূচি শুরু করবে।
সুমন হাওলাদার বলেন, সিন্ডিকেট আগের সরকারের সময় সক্রিয় ছিল, বর্তমান সরকারের সময়েও বিদ্যমান। প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত এবং ন্যায্যমূল্য পাচ্ছেন না। বিগত দিনে তারা বারবার দাবি তুলেছেন, খামার বন্ধের কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং ধৈর্যের সঙ্গে আলোচনা চালিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তবতা না বুঝে কেবল করপোরেট গ্রুপের পরামর্শে কাজ করছেন। ২০২৩ সালে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের বাজারে প্রতি কেজি ফিডে ১৫ থেকে ২০ টাকা অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী দেশে ফিডের দাম কম থাকলেও বাংলাদেশে একটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা এবং ব্রয়লার মুরগির প্রতি কেজি খরচ ১৫০–১৬৫ টাকা।
সংবাদ সম্মেলনে বিপিএর সিনিয়র সহ-সভাপতি বাপ্পি কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা উপস্থিত ছিলেন।