১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

৪৭ লাখ ডলারে বিমানের নতুন ইঞ্জিন আমদানি করল আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

৪৭ লাখ ডলারে বিমানের নতুন ইঞ্জিন আমদানি করল আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

তুরস্ক ও সার্বিয়া থেকে প্রায় ৪৭ লাখ ডলার মূল্যের দুটি নতুন বিমানের ইঞ্জিন আমদানি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা “আরিয়ানা আফগান এয়ারলাইনস”।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশটির গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর থেকে থেকে এ তথ্য জানা যায়। আরিয়ানা আফগান এয়ারলাইনসের প্রেস অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক প্রযুক্তিগত মান অনুসরণ করে ইঞ্জিনগুলো কেনা হয়েছে এবং বিশেষ চার্টার্ড কার্গো বিমানে করে সেগুলো কাবুলে আনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ইঞ্জিনগুলো বোয়িং ৭৩৭ ও এয়ারবাস এ-৩১০ উড়োজাহাজে স্থাপন ও চালু করা হবে। এর ফলে ফ্লাইট পরিচালনা আরও নিরাপদ, স্থিতিশীল ও নিয়মিত হবে।

ইমারাতে ইসলামিয়ার নিয়ন্ত্রণাধীন আরিয়ানা আফগান এয়ারলাইনসের প্রধান বখতিয়ার শরাফাত বলেন, সময়মতো উড়োজাহাজের প্রয়োজনীয় প্রযুক্তিগত যন্ত্রাংশ সংগ্রহ করা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত ফ্লাইট সূচি বজায় রাখা এবং একটি নির্ভরযোগ্য জাতীয় বিমানসেবা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নতুন ইঞ্জিন চালু হলে এয়ারলাইনটির ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়বে, দেরি ও কারিগরি সমস্যা কমবে এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের পরিকল্পনা আরও উন্নত হবে।
এই উদ্যোগটি আরিয়ানা আফগান এয়ারলাইনসের সার্বিক সেবার মান উন্নত করা এবং দেশ ও বিদেশে যাত্রীদের চাহিদা আরও ভালোভাবে পূরণ করার প্রচেষ্টার অংশ।

সূত্র : কাবুল ট্রিবিউন, আরটিএ