২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনীতি

হিটলারের মতো বিরোধীপক্ষ দমন করতেন শেখ হাসিনা: মাহমুদুর রহমানের জবানবন্দি

হিটলারের মতো বিরোধীপক্ষ দমন করতেন শেখ হাসিনা: মাহমুদুর রহমানের জবানবন্দি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসনের অভিযোগ তুলেছেন ‘দৈনিক আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, “হাসিনা হিটলারের মতো বিরোধীদের দমন করতেন। ২০১৩ সালের শাহবাগ আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক নির্মূল অভিযান।”

সোমবার (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, গণজাগরণ মঞ্চের আন্দোলনের চাপে কাদের মোল্লার ফাঁসির রায় দেওয়া হয়, যা ইতিহাসে চরম অবিচার হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার পরিবার সেনাবিদ্বেষী। পিলখানা হত্যাকাণ্ডের পর তিনি বিচার বিভাগ নিয়ন্ত্রণে নেন এবং খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ করেন।

মাহমুদুর রহমান বলেন, “শাহবাগ আন্দোলনে ভারতের প্রকাশ্য সমর্থন ছিল। এমনকি তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও একাত্মতা জানাতে চেয়েছিলেন।”

উল্লেখ্য, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান এই মামলায় মাহমুদুর রহমান ৪৬তম সাক্ষী।