১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হঠাৎ বৃষ্টিতে বিপর্যস্ত সৌদি আরব, মক্কায় রেড অ্যালার্ট

সৌদি আরবে হঠাৎ শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে, যা রাত পর্যন্ত চলতে পারে। ইতিমধ্যে দক্ষিণ মক্কার ডিফা‘কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, রাস্তায় গাড়ি চলাচলেও বিঘ্ন ঘটছে।

তবে মক্কার কেন্দ্রীয় এলাকা মসজিদুল হারামে এখনো বৃষ্টি হয়নি, সেখানে প্রবল বাতাস ও মেঘলা আকাশ বিরাজ করছে।

এনসিএমের মুখপাত্র হুসাইন আল-কাহতানি জানান, আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মক্কা, মদিনা, রিয়াদসহ দেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এতে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে।

এদিকে মক্কা প্রদেশের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নিচু এলাকা, টানেল ও পানি জমতে পারে এমন স্থানে যাতায়াত না করতে বলা হয়েছে। এছাড়া মক্কা, জেদ্দা ও তাইফের মধ্যবর্তী সড়কে যাত্রী ও চালকদের পিচ্ছিল রাস্তা ও কম দৃশ্যমানতার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।