১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে অবস্থানরত ৩০৯ জন বাংলাদেশিকে শুক্রবার (১০ অক্টোবর) দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)–এর সমন্বিত প্রচেষ্টায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাবাসন প্রক্রিয়ায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম একযোগে কাজ করেছে।

ফিরে আসা বাংলাদেশিরা শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদের বহনকারী বিশেষ চার্টার্ড ফ্লাইটটি পরিচালনা করে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল।

বিমানবন্দরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের স্বাগত জানান ও খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করেন।

সরকারি সূত্রে জানা গেছে, অধিকাংশ বাংলাদেশিকে মানবপাচারকারীরা ইউরোপে পৌঁছে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তারা অপহরণ ও নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা প্রকাশ্যে জানাতে উৎসাহিত করা হয়েছে, যাতে মানবপাচার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং অন্যরা প্রতারণার শিকার না হন।

লিবিয়ার আটককেন্দ্রে থাকা অবশিষ্ট বাংলাদেশিদেরও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার ও আইওএম একযোগে কাজ করছে।