ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজার আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ৯ দিনের বিশেষ তৎপরতা পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ভোটের পাঁচ দিন আগে শুরু হবে বিশেষ অভিযান।
শনিবার ১৫ নভেম্বর দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসক পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন মাঠপর্যায়ে সব প্রস্তুতি শেষ হয়েছে এবং নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে দেওয়া হবে না। ভোটারদের ভোটাধিকার সুরক্ষাই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নির্বাচনের আগে পাঁচ দিন ভোটের দিন এবং পরবর্তী তিন দিনসহ মোট ৯ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে মাঠে থাকবে।
তিনি জানান বর্তমানে মাঠে আছে ৩০ হাজার সেনাবাহিনী। নির্বাচনের সময় মাঠে থাকবে: ১ লাখ সেনা, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব, প্রায় সাড়ে ৫ লাখ আনসার সদস্য, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে এসব বাহিনী কঠোর নজরদারি চালাবে।
বৈঠক শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইন এবং কোস্টগার্ড বেইজ পরিদর্শন করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিরোধমূলক টহল নৌপথের নিরাপত্তা এবং সাইবার নজরদারিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।