প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে তারা পতিত সরকারের দোসর।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে বিনিময় সভায় তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধা ভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায় করতে স্ট্রাইক করা প্রয়োজন। সম্পাদকরা জাতির উদ্দেশে জ্ঞান দেন। কিন্তু জেলা পর্যায়ে কার্ড ধরিয়ে দেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সঙ্গে ছিলেন।
মত বিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রীধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে শিক্ষার্থীরা স্মারক লিপি প্রদান করলে সেটি তিনি উপদেষ্টা বরাবর পৌঁছে দেয়ার আশ্বাস দেন। সব শেষ শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের পথে রওয়ানা করেন।