ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন আন-নূর যুব কাফেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ধোনসাহাদ্দা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে।
এতে সভাপতিত্ব করেন ধুমসাদ্দা রশিদিয়া ইসলামীয়া মাদরাসার মুহতামিম ও আন-নূর যুব কাফেলার সম্মানিত সভাপতি মুফতী আব্দুল কাইয়ুম ছোহাইল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মমদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জনাব সাইফুল ইসলাম চৌধুরী এবং ইসলামী ফাউন্ডেশন ফেনী জেলার উপপরিচালক জনাব নাজমুস সাকিব।
এছাড়া স্থানীয় ছয়টি সমাজের সভাপতি, ইউনিয়নের ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে এলাক নাইটি মসজিদের ফজরের নিয়মিত জামাতে অংশগ্রহণকারী ১৬০ জন মুসল্লীকে হাদিয়া প্রদান করা হয়।
পাশাপাশি ইউনিয়নের ৬টি উচ্চ বিদ্যালয়, ২টি কওমী মাদরাসার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসের পাশবয় কে শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও সংগঠনের ১২০ জন সাধারণ সদস্যকে ক্রেস্ট প্রদান, নির্বাহী পরিষদের ২২ জন সদস্যকে ও প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়কে ক্রেস্ট প্রদান এবং ইউনিয়নের ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতিদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজকে সৎপথে পরিচালিত করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আন নুর যুব কাফেলার এ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিশেষ অতিথিরাও সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।