১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আলী রীয়াজকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক আলী রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন।

পরবর্তীতে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশনটির সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জুলাই সনদ প্রণয়নসহ বিভিন্ন সংস্কার সংলাপে আলী রীয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত ৩১ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়।