অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের “আখের গোছানোর কাজ” করে রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সামান্তা শারমিন বলেন, সরকার শিক্ষকদের যে বেতন অফার করেছে, তাতে একটি সাধারণ নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের নিম্নবিত্ত পর্যায়ে রাখার চেষ্টা চলছে, যাতে তারা আনন্দ নিয়ে ক্লাস নিতে না পারেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন। এ ইন্টেরিম গভর্নমেন্ট এখন দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে, শিক্ষাব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান নিয়েছে।
এর আগে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরে তাদের প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে গেলেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাননি। ফলে বৈঠকটি ফলপ্রসূ হয়নি বলে শিক্ষক নেতারা জানান।