১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে শিবিরের কোরআন তা’লিমে বিএনপির হামলা, আহত ৩০

নোয়াখালী জেলা সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন তা’লিম অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালে ইউনিয়ন যুবদল সভাপতি ফারুক ও বিএনপির কিছু নেতাকর্মী দেশী অস্ত্রসস্ত্র এবং লাঠিসোটা নিয়ে মসজিদের ভেতরে ঢুকে হামলা চালায়। হামলার সময় বিএনপির কর্মীরা মসজিদ ঘেরাও করে রাখে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আটকা পড়াদের উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার প্রতিবাদে নোয়াখালী শহরে জামায়াতের উদ্যোগে মাইজদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী শিবির শহর সভাপতি হাবিবুর রহমান আরমান ও শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব যৌথ বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদের ভেতরে কোরআন তা’লিমের মতো ধর্মীয় শিক্ষামূলক আয়োজনে এমন হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।