১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনে প্রার্থী হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচন করব নিশ্চিত। আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

দলে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দলে যোগ দেবো কি না, তা নিয়ে এখনো কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি।

ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, দুইবার ভোট দিতে পারিনি, এবার ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছি।

তিনি আরও জানান, সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করব। তবে কবে পদত্যাগ করবেন, তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াত ঢাকা-১০ আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।