১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিম্নচাপে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ, সাত জেলা বন্যার শঙ্কা

টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের জনজীবন। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বর্ষণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সড়ক-ঘাট ডুবে গেছে। দুর্গাপূজা উদযাপন ও ছুটিতে গ্রামের পথে থাকা মানুষ ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী শনিবার সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারতের উজানে বৃষ্টির কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ঢাকায় জলজট
রাজধানীতে বুধবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। টানা বর্ষণে নিউমার্কেট, মালিবাগ, মৌচাক, কাজীপাড়া, শেওড়াপাড়া, আরামবাগসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকে। দোকানপাট ও হাসপাতাল এলাকায়ও পানি ঢুকে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর নাগাদ ৮০ শতাংশ এলাকায় পানি নেমে যায়। উত্তর সিটি করপোরেশন দাবি করেছে, খাল-ড্রেন পরিষ্কার থাকায় এবার জলাবদ্ধতা তুলনামূলকভাবে কমেছে।

নদীর পানি বৃদ্ধি
ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভূগাই ও কংস নদীর পানিও বাড়তে পারে, যা শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি করতে পারে।

উপকূলীয় এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি দেখা যাচ্ছে। এ অবস্থা তিন দিন অব্যাহত থাকতে পারে।

ঘূর্ণিঝড়ের শঙ্কা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ সময় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টির প্রবণতা থাকবে বেশি। নভেম্বর-ডিসেম্বরে কুয়াশা বাড়বে এবং এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।