১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ, যে আলোচনা হলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে শোকাবহ পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দলটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াত আমির।

বৈঠক শেষে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান জানান, দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা সবাই মিলে কসাথে কাজ করতে পারি কিনা সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের কথা হয়েছে।