ইউরোপের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ–মৌসুমকে সামনে রেখে ডিসেম্বর ২০২৫ জুড়ে ইতালি, পর্তুগাল ও ফ্রান্সে ধারাবাহিক ধর্মঘটের ঘোষণা ভ্রমণ খাতে ব্যাপক অনিশ্চয়তা তৈরি করেছে। রেল, বিমান ও গণপরিবহন কর্মীদের কর্মবিরতির ফলে মহাদেশজুড়ে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব পড়বে স্থানীয় যাতায়াত থেকে শুরু করে আন্তঃদেশীয় এবং আন্তর্জাতিক যাত্রাপথেও। বিশেষ করে ছুটির মৌসুমে বাড়ি ফেরা, ব্যবসায়িক সফর ও পর্যটন—সব ক্ষেত্রেই বিলম্ব, বাতিল ও অতিরিক্ত ভিড়ের ঝুঁকি থাকছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি ইউরোপের পর্যটন, বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির দিকে ঠেলে দিতে পারে।
ইতালি
১২ ডিসেম্বর ইতালিতে ঘোষিত সাধারণ ধর্মঘট কার্যত দেশটির পরিবহন খাতকে পুরোপুরি থামিয়ে দেবে। হাই–স্পিড ট্রেন, আঞ্চলিক ও লোকাল ট্রেন, রোম, মিলান, ফ্লোরেন্স, নেপলসসহ শহরের বাস–মেট্রো, কিছু বিমানবন্দর সেবা, স্কুল, পৌরসেবা ও স্বাস্থ্যসেবাগুলোতে এর প্রভাব পড়বে। সরকারি ব্যয় কমানো, উচ্চ কর, জনসেবায় কাটছাঁট এবং শ্রমআইন সংস্কারের বিরুদ্ধে রেল, ট্রান্সপোর্ট ও এয়ারপোর্ট কর্মীদের এটি যৌথ আন্দোলন।
ভ্রমণকারীদের জন্য সতর্কতা
১২ ডিসেম্বর দীর্ঘ দূরত্বের ট্রেন ধরে ভ্রমণ না করাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া আগেই টিকিট রিফান্ড বা রিবুকিং অপশন জেনে রাখা এবং রেল অপারেটর ট্রেনিটালিয়া (Trenitalia) ও ইতালো (Italo)–র রিয়েল টাইম আপডেট দেখে রাখতে হবে।
পর্তুগাল
পর্তুগালে ১১ ডিসেম্বরের সাধারণ ধর্মঘট জনজীবন কঠোরভাবে ব্যাহত করবে। পর্তুগালের জাতীয় বিমানসংস্থা (TAP Air Portugal)–এর কেবিন ক্রু, পাইলটের অংশবিশেষ এবং গ্রাউন্ড স্টাফরা কর্মবিরতি ঘোষণা করেছে। এতে লিসবন ও পোর্তো বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল হতে পারে, আন্তর্জাতিক সংযোগ ফ্লাইট (যেমন ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ইউরোপ) ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লাগেজ হ্যান্ডলিং ও চেক ইন সেবা ধীরগতির হতে পারে। এছাড়া গণপরিবহন বাস, ট্রাম, মেট্রো, সবখানেই ঘনঘন বাতিল ও আন্তঃনগর বাস রুটেও বিশৃঙ্খলা দেখা দিতে পারে। বেতন বৈষম্য, কর্মীসংকট, অতিরিক্ত শিফটের চাপ এবং সরকারি ব্যয়সংকোচন করার দাবিতে এই ধর্মঘট পালন করা হবে।
ফ্রান্স
২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ফরাসি রেল ধর্মঘট শুধু দেশের অভ্যন্তরেই নয়, ইউরোপজুড়ে রেলযাত্রাকে ব্যাহত করবে। হাই–স্পিড ট্রেন(TGV), আঞ্চলিক ট্রেন (Intercités), লোকাল ট্রেন (TER) ও প্যারিস মেট্রোর কিছু লাইনে এর প্রভাব পড়বে। এ সময় প্যারিসের শার্ল দ্য গোল (Charles de Gaulle) ও অরলি (Orly) বিমানবন্দরে কিছু গ্রাউন্ড স্টাফ এবং এয়ার–ট্রাফিক কর্মী ধর্মঘটে সংহতি জানাতে পারেন, ফলে আন্তর্জাতিক ফ্লাইটেও দেরি হতে পারে।
সীমান্ত–পেরিয়ে ভ্রমণে বড় ধাক্কা
হাই–স্পিড আন্তর্জাতিক ট্রেন, ইউরোস্টার (যেটি ইংল্যান্ড থেকে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস-এ চলাচল করে)–এ দেরি বা বাতিলের আশঙ্কা রয়েছে। ফ্রান্সে রেল ধর্মঘট হওয়ায় ইউরোস্টার (Eurostar)–এর ট্রাফিক সিগন্যালিং, রুট–ম্যানেজমেন্ট ও ক্রস–বর্ডার অপারেশন ব্যাহত হবে। ইউরোপিয়ান পরিবহন বিশ্লেষকের মতে…
ডিসেম্বরের ধর্মঘট ইউরোপের উৎসবমুখর ট্রাভেল সিজনে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় প্রভাব ফেলবে।
অর্থনৈতিক প্রভাব
ইউরোপের ক্রিসমাস বাজার (Christmas Market)–কেন্দ্রিক পর্যটন আয়ে ১৫–২০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে। এয়ারলাইন ও রেল কোম্পানিগুলোর কোটি ইউরো ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া হোটেল বুকিং, বাতিল করা বেড়ে যাবে পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক বৈঠক, কনফারেন্স ও কার্গো শিপমেন্টেও প্রভাব পড়বে
ডিসেম্বর ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা
ফ্লাইটের জন্য বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইট, ট্রেনের জন্য ফ্রান্সের জাতীয় রেলওয়ে(SNCF), ইতালির সরকারি রেল (Trenitalia), ইতালির বেসরকারি হাই-স্পিড ট্রেন (Italo), পর্তুগালের রেলওয়ে (CP Portugal)-র সবসময় লাইভ আপডেট দেখুন। নমনীয় (Refundable) টিকিট কিনুন, এতে বাতিল বা দেরি হলে তারিখ পরিবর্তনের সুযোগ পাবেন। দীর্ঘ দূরত্বের বাস, ব্লাব্লাকার(BlaBlaCar) শেয়ার রাইড, ছোট অভ্যন্তরীণ ফ্লাইট ও গাড়ি ভাড়া বিকল্প হিসেবে পরিকল্পনায় রাখুন। ভ্রমণ বিমা নিন এবং লাগেজ কম রাখুন। কারণ অতিরিক্ত ভিড় হলে ট্রেন–প্ল্যাটফর্মে চলাচল কঠিন হয়।