১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়েছেন বলে জানিয়েছে বিরোধী দল। বিশ্বজুড়ে ‘জেন-জি’ প্রজন্মের তরুণদের বিক্ষোভ-অস্থিরতার ধারাবাহিকতায় এটি দ্বিতীয়বারের মতো তরুণ বিক্ষোভকারীদের হাতে কোনো সরকার পতনের ঘটনা।

সোমবার (১৩ অক্টোবর) পার্লামেন্টে বিরোধী দলের নেতা সিতেনি রানড্রিয়ানাসোলোনিয়াকো রয়টার্সকে জানান, সেনাবাহিনীর কিছু ইউনিট পক্ষ পরিবর্তন করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনা রোববার দেশ ত্যাগ করেন।

তিনি বলেন, আমরা প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা নিশ্চিত করেছেন যে তিনি দেশ ছেড়ে গেছেন। বর্তমানে তার অবস্থান অজানা।

ফরাসি সামরিক বিমানে দেশত্যাগ
রয়টার্সের এক সামরিক সূত্র জানায়, প্রেসিডেন্ট রাজোয়েলিনা একটি ফরাসি সামরিক বিমানে করে মাদাগাস্কার ছেড়েছেন। ফরাসি রেডিও আরএফআই জানায়, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছিলেন।

সূত্র অনুযায়ী, ফরাসি সেনাবাহিনীর একটি কাসা বিমান রোববার মাদাগাস্কারের সেইন্তে মারি বিমানবন্দরে অবতরণ করে। কিছুক্ষণ পর একটি হেলিকপ্টার এসে একজন যাত্রীকে সেই বিমানে স্থানান্তর করে— যিনি ছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা।

বিক্ষোভের পটভূমি
২৫ সেপ্টেম্বর থেকে জল ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। তবে তা দ্রুতই দুর্নীতি, দুর্বল শাসনব্যবস্থা এবং মৌলিক পরিষেবার অভাবের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহে রূপ নেয়।

মাদাগাস্কারের এ অস্থিরতা সাম্প্রতিক নেপাল ও মরক্কোর রাজনৈতিক অশান্তির প্রতিফলন বলে মনে করছে পর্যবেক্ষকরা। গত মাসে বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হন, আর মরক্কোতেও একই ধরণের তরুণদের নেতৃত্বে আন্দোলন চলছে।

সূত্র: দ্যা গার্ডিয়ান