১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ১০ মিনিটে খবর পাওয়ার পর ছয়টি স্টেশনের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নয়তলা ভবনটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো। তবে কতজন শ্রমিক সেখানে অবস্থান করছিলেন বা কেউ আটকা পড়েছেন কি না, তা এখনো জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন বলেন, “এ পর্যন্ত আমাদের ৬টি স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিয়েছে। আগুনের উৎস, ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না।”

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।