১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, শতাধিক কর্মী আটক

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের দুই শতাধিক কর্মীকে আটক করেছে ইসরায়েল। সংগঠনটির মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে জানান, সমুদ্রে ১৩টি নৌযানকে ঘিরে আটক করা হয়েছে। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজা অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ফ্লোটিলার ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালায়। আটক যাত্রীদের মধ্যে শুধু স্পেনের নাগরিকই রয়েছেন ৩০ জন। এছাড়া ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন আটক হয়েছেন।

আটক ও নৌযান ঘেরাওয়ের পরও তাদের মানবিক মিশন থেমে যায়নি। এখনো প্রায় ৩০টি জাহাজ গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে ফ্লোটিলার পথরোধের প্রতিবাদে ইতালির বৃহত্তম শ্রমিক সংগঠন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন পর্যন্ত গাজায় পাঠানো সবচেয়ে বড় সামুদ্রিক মিশন। এতে ৪৪ জাহাজে ছিলেন মোট ৪৯৭ জন যাত্রী। এর আগে গত জুন ও জুলাই মাসেও গাজায় জাহাজে করে ত্রাণ পৌঁছে দেওয়ার দুটি প্রচেষ্টা আটকে দিয়েছিল ইসরায়েল।