১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাতারের নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

কাতারের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়েছে, কাতার ফের হামলার শিকার হলে দেশটির নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে।

গত ৯ সেপ্টেম্বর দোহায় মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার সময় ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা এবং হামাসের পাঁচজন সদস্য নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা প্রাণে রক্ষা পান।

ঘটনার পর আরব বিশ্বসহ মুসলিম দেশগুলো তীব্র নিন্দা জানায়। কাতার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার ঘোষণা দেয়। সমালোচনার মুখে গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান নেতানিয়াহু।

পরে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, দোহায় কাতারি কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এর পর দুই দিন না যেতেই বুধবার (১ অক্টোবর) ট্রাম্প কাতারের নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী আদেশে সই করেন।

আদেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও কাতার ‘ঘনিষ্ঠ সহযোগিতা, অভিন্ন স্বার্থ এবং সশস্ত্র বাহিনীর দৃঢ় সম্পর্কে আবদ্ধ।’