ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, মূল আসামি এখন ধরা-ছোঁয়ার বাহিরে থাকলেও দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তার দেওয়া তথ্যমতে, শনাক্তরা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।
নজরুল ইসলাম জানান, ‘আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন ও মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে।’
সংবাদ সম্মেলনে চিহ্নিত দুজনকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।