১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলাম

আজীবন বিচার কার্যক্রম থেকে কাউকে নিষ্কৃতি দেওয়া শরিয়ত পরিপন্থী: মুফতী তাকী উসমানি

আজীবন বিচার কার্যক্রম থেকে কাউকে নিষ্কৃতি দেওয়া শরিয়ত পরিপন্থী: মুফতী তাকী উসমানি

পাকিস্তানের শরয়ী আদালতের সাবেক বিচারপতি মুফতী তাকী উসমানি বলেছেন, আইন করে কাউকে আজীবন বিচারিক কার্যক্রম থেকে নিষ্কৃতি দেওয়া ইসলামি শরিয়ত ও সংবিধানের মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

রবিবার (১০ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

মুফতী তাকী উসমানি উদাহরণ টেনে বলেন, ইসলামের ইতিহাসে খলিফায়ে রাশেদিনের আমলেও শাসকদের জবাবদিহির দৃষ্টান্ত রয়েছে, যা সবার জানা।

মুফতী তাকি উসমানি আরও বলেন, আমাদের সংবিধানে পূর্বেও রাষ্ট্রপতিকে দায়িত্বকালীন বিচারিক সুরক্ষা দেওয়া হয়েছিল, যা ইসলামি শিক্ষার পরিপন্থী ছিল। এখন আজীবন এমন রেহাই দেওয়ার উদ্যোগও শরিয়ত ও সংবিধান উভয়ের সরাসরি বিরোধী।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ব্যতিক্রমমূলক আইন আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক হবে। সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে মুফতী উসমানি বলেন, আপনারা যেন এই অন্যায় ও গুনাহের বোঝা নিজের কাঁধে বহন না করেন।