২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

অবশেষে ভোগান্তি কমছে মেট্রো যাত্রীদের; যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ

অবশেষে ভোগান্তি কমছে মেট্রো যাত্রীদের; যুক্ত হচ্ছে ১০টি অতিরিক্ত ট্রিপ

অবশেষে ভোগান্তি কমছে মেট্রো যাত্রীদের। রাজধানীর যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের সময়সূচি সম্প্রসারণের উদ্যোগগ্রহণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই উদ্যোগের ফলে প্রতিদিন প্রায় ২৩ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন সম্ভব হবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, রাত ১০টার পরও ট্রেন চলবে এবং প্রতিদিন আরও ১০টি নতুন ট্রিপ যুক্ত করা হবে।

বর্তমানে মেট্রোরেল দৈনিক গড়ে ৩.৫ থেকে ৪ লাখ যাত্রী পরিবহন করছে। বিশেষ দিনে এই সংখ্যা ছাড়িয়ে যায় সাড়ে চার লাখ। তবে ট্রেনের কোচ সংখ্যা সীমিত থাকায় একই সময়ে অধিক যাত্রী বহন করা যাচ্ছে না। ফলে মন্ত্রণালয়ের নির্দেশে ট্রিপ সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ডিএমটিসিএল।

নতুন সূচি অনুযায়ী, সকালের দ্বিতীয় “সুইপিং ট্রেন” (সকাল ৬:৩০) থেকেই যাত্রীবাহী ট্রিপ শুরু হবে, যেখানে শুধুমাত্র এমআরটি পাস ও র‌্যাপিড পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

রাতেও যুক্ত হচ্ছে আরও ৬টি ট্রিপ; উত্তরা থেকে রাত ৯:১০, ৯:২০ ও ৯:৩০ এবং মতিঝিল থেকে রাত ৯:৫০, ১০:০০ ও ১০:১০-এ ট্রেন ছাড়বে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাহিদা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও আপাতত ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো সম্ভব নয়।